Religion

লাইলাতুল কদরের রাতে পড়ার দোয়া ও তার গুরুত্ব

লাইলাতুল কদর, যা পবিত্র রমজান মাসের হাজার মাসের চেয়েও উত্তম রাত, এমন একটি রাত যা আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষভাবে বরকতময় করেছেন। এই রাতে কুরআন নাজিল হয়েছে এবং আল্লাহ আমাদের ভাগ্য নির্ধারণ করেন।

মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আমি এটি (পবিত্র কুরআন) নাযিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো কদরের রাত কী? কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম। এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। (এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া পর্যন্ত।” (সুরা কদর, আয়াত: ১-৫)

এ রাতের বিশেষ দোয়া:

দোয়া:
“আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি।”
অর্থ: হে আল্লাহ! আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। সুতরাং আমাকে ক্ষমা করে দিন। (মেশকাত, হাদিস: ২০৯১; তিরমিজি, হাদিস: ৩৫১৩)

রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোর যেকোনো একটি রাত শবে কদর হতে পারে, তবে অনেক হাদিস অনুযায়ী, ২৭ রমজান রাতটি বিশেষভাবে শবে কদর হিসেবে পরিচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button