একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা : ডিএমপি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শহীদ মিনার চত্বরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এক কিলোমিটার ব্যাসার্ধজুড়ে গোয়েন্দা পুলিশসহ মোবাইল টিম মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, ‘ভোর থেকেই শহীদ মিনার চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে। বিকেল ৫টা এবং রাত ৯টায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে, যা পরদিন শুক্রবার দুপুর ২টা পর্যন্ত দায়িত্ব পালন করবে।
শেখ সাজ্জাত আলী ঢাকাবাসীকে আহ্বান জানিয়ে বলেন, ‘প্রথম প্রহর থেকেই জনসমাগম হবে, তাই শ্রদ্ধা নিবেদনের জন্য রাত ১২টা ৪০ মিনিটের পর আসতে অনুরোধ করছি। আপনার ব্যক্তিগত সামগ্রী, যেমন মোবাইল ও মানিব্যাগের নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করুন। এছাড়া কোনো ধারালো বস্তু বা বিস্ফোরক দ্রব্য বহন করা থেকে বিরত থাকুন। শহীদ মিনারে প্রবেশের আগে সবাইকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে।
নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শহীদ দিবস ঘিরে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। জঙ্গি হামলার আশঙ্কাও নেই।’ তিনি আরও জানান, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদেরও নজরদারিতে রাখা হয়েছে, তবে তাদের কোনো তৎপরতা নেই।ডিএমপি কমিশনার বলেন, ‘শহীদ মিনারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।’
🔴 একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে আসার আগে নিরাপত্তা বিধিনিষেধ মেনে চলুন, নিরাপদে থাকুন।