সারা দেশে রেল চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার মধ্যরাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
রাজধানীর কমলাপুর স্টেশনে আজ সকালে যাত্রীদের ভিড় দেখা গেছে। বেশিরভাগ যাত্রীই ট্রেন বন্ধের খবর আগে থেকে জানতেন না। সকাল সোয়া ৯টার দিকে অনেক যাত্রীকে স্টেশনে এসে ট্রেন চলাচল বন্ধের খবর নিতে দেখা যায়। খবর পেয়ে কেউ কেউ স্টেশন ছেড়ে চলে গেলেও অনেক বয়স্ক ব্যক্তি এবং নারীরা স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হয়েছেন।

দেশের বিভিন্ন জায়গায়, যেমন রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড় এবং দিনাজপুরে স্টেশনে যাত্রীদের ট্রেনের অপেক্ষায় বসে থাকার খবর পাওয়া গেছে। তবে অনেকেই বিকল্প যাতায়াত ব্যবস্থার আশ্রয় নিয়েছেন।
রানিং স্টাফদের মূল দাবি হচ্ছে, বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা নিশ্চিত করা। এই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। গত ২৭ জানুয়ারির মধ্যে দাবি মেনে নেওয়ার জন্য তারা আল্টিমেটাম দিয়েছিলেন। দাবিপূরণ না হওয়ায় আজ থেকে ট্রেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।
রানিং স্টাফদের মধ্যে রয়েছেন ট্রেনচালক, গার্ড, সহকারী চালক এবং টিটিই। তাদের অভিযোগ, ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় তাদের রানিং অ্যালাউন্স সুবিধা সীমিত করে। এর আগে এই অ্যালাউন্স অবসরের পর পেনশনের সঙ্গে যোগ করা হতো।
এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘আমরা আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে ট্রেন চলাচল চালু রাখার আহ্বান জানাচ্ছি।’
কমলাপুর স্টেশনে এক যাত্রী জানান, “আমার সন্তানকে নিয়ে ঢাকার বাইরে যাওয়ার জন্য এসেছি। এসে জানলাম ট্রেন বন্ধ। এখন কী করব, কিছুই বুঝতে পারছি না।”
যাত্রীদের দুর্ভোগ মেটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।