Bangladesh - Bangla

ঢাকা অচল করতে ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধের ঘোষণা

রাজধানী ঢাকাকে অচল করতে আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

রাত ৩টায় সাংবাদিকদের সাথে আলাপকালে সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। শিক্ষার্থীরা জানান, তাদের ওপর পুলিশি হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিচার না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে। একই সঙ্গে সকল পরীক্ষা বয়কটের ঘোষণাও দিয়েছেন তারা।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির সঙ্গে আলোচনার জন্য যান। কিন্তু প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদের ‘অসৌজন্যমূলক আচরণে’ ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। পরে প্রো-ভিসিকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন।

তবে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা রাত ১১টার দিকে মিছিল নিয়ে প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হন। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত সংলগ্ন ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ এলাকায় অবস্থান নেন।

দুই পক্ষের মুখোমুখি অবস্থান দীর্ঘক্ষণ চলতে থাকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটেন সাত কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের ধাওয়া ও সাউন্ড গ্রেনেড ছোড়ার পর আন্দোলনকারীরা ঢাকা কলেজের সামনে গিয়ে অবস্থান নেন। কিছুক্ষণ পর পুনরায় সংগঠিত হয়ে তারা পাল্টা ধাওয়ার মাধ্যমে সংঘর্ষে লিপ্ত হন।

সংঘর্ষে আহত হয়ে এখন পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন শিক্ষার্থী। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহতদের মধ্যে রয়েছেন শামীম, রিপন, ইমতিয়াজ, মনিরুল, ইসমাইল, সাগর ও মাহিন। জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউমার্কেট এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button