Bangladesh - BanglaNews

আবারও রিমান্ডে আনিসুল, সালমান ও আতিকুলসহ ৬ জন

রাজধানীতে হত্যা ও হত্যাচেষ্টার পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া বাকিরা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

মিরপুর থানায় করা আসিফ হত্যা মামলায় সালমান এফ রহমান ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মোহাম্মদপুর থানায় করা ইনসান আলী হত্যাচেষ্টা মামলায় আনিসুল হকের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উত্তরা পশ্চিম থানার একটি হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এ পর্যন্ত সালমান এফ রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া ১০ মামলায় মোট ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আনিসুল হকের বিরুদ্ধে ৪৬ দিনের রিমান্ড আদেশ হয়েছে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ১২ মামলায় ৬০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এছাড়াও আজ আদালত পৃথক মামলায় সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, আইনজীবী মনোয়ার হোসেন এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button