BlogHealth & Wellbeing

গরমে ফ্রিজ ঠিকমতো ঠান্ডা হচ্ছে না? খেয়াল রাখুন এই বিষয়গুলো

গ্রীষ্ম শুরু হতেই ফ্রিজ যেন হয়ে ওঠে পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি। ঠান্ডা পানি থেকে শুরু করে খাবার সংরক্ষণ—সব কিছুতেই ভরসা আমাদের ঘরের ফ্রিজ। কিন্তু অনেক সময় দেখা যায়, গরমের সময় ফ্রিজ ঠিকমতো ঠান্ডা হচ্ছে না। এতে খাবার নষ্ট হওয়ার পাশাপাশি স্বস্তির জন্য প্রয়োজনীয় ঠান্ডা পানীয়ও পাওয়া যাচ্ছে না।

তবে এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে টেকনিশিয়ান ডাকার আগে কয়েকটি বিষয় খেয়াল করলেই সমস্যা অনেকটাই মিটে যেতে পারে। আসুন জেনে নিই—কোন কোন বিষয়গুলো নজরে রাখা জরুরি:

দরজা ঠিকমতো বন্ধ হচ্ছে কিনা দেখুন
বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা বারবার ফ্রিজ খুলে রাখতে পারে। দরজা যদি ঠিকভাবে বন্ধ না হয় বা দীর্ঘ সময় খোলা থাকে, তাহলে ফ্রিজের ভেতর ঠান্ডা ঠিকভাবে তৈরি হবে না। এতে সংরক্ষিত খাবার নষ্ট হওয়ার ঝুঁকিও বাড়ে।

তাপমাত্রা সেটিংস পরিবর্তন করুন
অনেকেই শীতকালের তাপমাত্রা সেটিংস রেখেই গরমকালেও ফ্রিজ চালিয়ে যান। অথচ গরমের সময় ফ্রিজকে আরও কার্যকর করতে তাপমাত্রা একটু কমিয়ে সেট করতে হয়। তাই আবহাওয়ার সঙ্গে মিলিয়ে সেটিংস ঠিক করুন।

ফ্রিজের পাওয়ার সংযোগ ঠিক আছে কিনা দেখুন
ফ্রিজ বিদ্যুৎ পাচ্ছে কিনা সেটাও একটি বড় প্রশ্ন। প্লাগ বা সকেটে সমস্যা থাকলে ফ্রিজ চললেও ঠিকঠাক ঠান্ডা হবে না। তাই ক্যাবল বা সকেট ভালোভাবে পরীক্ষা করে নিন।

কুলিং ফ্যান কাজ করছে কিনা লক্ষ্য করুন
ফ্রস্ট-ফ্রি ফ্রিজের মধ্যে একটি কুলিং ফ্যান থাকে, যা ঠান্ডা বাতাস সঞ্চালনের মাধ্যমে পুরো ফ্রিজ ঠান্ডা রাখে। এই ফ্যানটি ঠিকমতো কাজ না করলে ফ্রিজ কার্যকারিতা হারাতে পারে।

কুল্যান্টের পরিমাণ পর্যাপ্ত আছে কিনা জানুন
পুরনো ফ্রিজের ক্ষেত্রে কুল্যান্ট বা রেফ্রিজারেন্টের পরিমাণ কমে যেতে পারে। এই উপাদানটি ফ্রিজ ঠান্ডা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রয়োজন হলে কুল্যান্ট টপআপ করিয়ে নিতে হবে।

এই সাধারণ বিষয়গুলো খেয়াল রাখলেই গরমেও ফ্রিজ থাকবে পুরোপুরি কর্মক্ষম, আর আপনিও পাবেন স্বস্তি ও ঠান্ডা খাবারের নিশ্চয়তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button