বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্তের দায়িত্ব চায় দুদক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনায় ৯ বছরেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এবার মামলাটি তদন্তের দায়িত্ব চেয়ে সিআইডিকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক দাবি করেছে, রিজার্ভ চুরির ঘটনা তফসিলভুক্ত অপরাধ। মামলাটি সাজানো অভিযোগে সিআইডিকে দিয়ে তদন্ত করানো হয়েছিল। হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরি হলেও মামলায় চুরির ধারা ব্যবহার করা হয়, যাতে অভিযোগ প্রমাণ হলেও অভিযুক্তরা সহজে ছাড় পায়।
ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ ১৪ জনের নাম উঠে এসেছে। তবে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্ত চলাকালেই আতিউর রহমান দেশ ছাড়েন।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি, সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে চুরি হয় এই অর্থ। এর একটি অংশ ফিলিপাইনের ব্যাংকে আটকে থাকলেও মাত্র ৩৪ শতাংশ ফেরত পাওয়া গেছে। বাকিটা ফেরতের চেষ্টা চলছে।
দুদক বলছে, রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার গাফিলতি ও যোগসাজশ স্পষ্ট। তবে মামলার দায়িত্ব সিআইডি থেকে দুদকের কাছে হস্তান্তর হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।