Bangladesh - BanglaNewsReligion

তুরাগতীরে ইজতেমার দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন, আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগতীরে তাবলিগ জামাতের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়ের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। আজ মঙ্গলবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা উবাইদুল্লাহর আমবয়ানের মাধ্যমে দিনটির কার্যক্রম শুরু হয়। এরপর দিনব্যাপী বিভিন্ন ধাপে বয়ান চলতে থাকে। ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি সমবেত হয়েছেন তুরাগতীরে।

মাওলানা জোবায়ের অনুসারীরা এবার প্রথমবারের মতো দুই ধাপে ইজতেমা আয়োজন করছেন। দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয় গতকাল সোমবার জোহরের নামাজের পর। এতে ২২ জেলা এবং ঢাকার একটি অংশের মুসল্লিরা অংশ নিয়েছেন। এর আগে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা অনুষ্ঠিত হয়, যেখানে ৪১ জেলা ও ঢাকার একটি অংশের মুসল্লিরা অংশগ্রহণ করেছিলেন।

ইজতেমার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের কার্যক্রমের অংশ হিসেবে ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা উবাইদুল্লাহর আমবয়ান অনুষ্ঠিত হয়, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা জাকিরিয়া। সকাল ১০টার দিকে আমবয়ান শেষ হওয়ার পর তালিম এবং জোহর, আসর ও মাগরিবের নামাজের পর পর্যায়ক্রমে বয়ান চলবে। মুসল্লিরা এই সময় ইসলামী আলোচনা, জিকির-আসকার ও অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ডে ব্যস্ত থাকবেন।

সকাল সাড়ে ৯টায় সরেজমিনে দেখা যায়, বিশাল শামিয়ানার নিচে হাজারো মুসল্লি বয়ান শুনছেন। কেউ বসে, কেউ শুয়ে মনোযোগ দিয়ে বয়ান শুনছেন, আবার কেউ রান্নাবান্নার কাজে ব্যস্ত। অনেকে অজু ও গোসল সেরে ইবাদতে মগ্ন। তবে এবার অংশগ্রহণকারীর সংখ্যা কিছুটা কম, কারণ এই ধাপে শুধুমাত্র ২২ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন।

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, সোমবার রাতে গোপালগঞ্জ জেলার আমির হোসেন (৬৫) বার্ধক্যজনিত কারণে মারা যান।

এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদীর সাইফুল ইসলাম নামের এক মুসল্লির মৃত্যু হয়। প্রথম ধাপের ইজতেমায় ৫ জন মুসল্লির মৃত্যু হয়েছিল। এ নিয়ে মাওলানা জোবায়ের অনুসারীদের ইজতেমায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭ জনে।

ইজতেমার শেষ দিন আগামীকাল বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button