৩ বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং এ সময় বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটতে পারে।
অন্যদিকে দেশের অন্যান্য অংশে আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারাদেশেই দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।
সোমবারের (৭ এপ্রিল) পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া থাকবে মেঘলা, তবে শুষ্ক। ওইদিন সারাদেশের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
পরবর্তী দুই দিন অর্থাৎ মঙ্গলবার (৮ এপ্রিল) এবং বুধবার (৯ এপ্রিল) সারাদেশেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রাও থাকবে প্রায় অপরিবর্তিত।
তবে বুধবারের পর দেশের কিছু অঞ্চলে আবারও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বেড়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।