Bangladesh - BanglaNews

১৭ পুলিশ সুপারের বদলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৭ জন পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) পদে পদায়ন করা হয়েছে। সোমবার (১৯ মে) জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়।

পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন জিএমপির উপ-পুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিন, যাকে বদলি করা হয়েছে ডিএমপিতে। শিল্পাঞ্চল পুলিশের এ কে এম জহিরুল ইসলামকেও বদলি করে নতুন দায়িত্বে আনা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ড. মাসুরা বেগমকে এআইজি হিসেবে পদায়ন করা হয়েছে, আর ১৩ এপিবিএনের আবদুল্লাহ আল মামুন এখন থেকে ডিএমপিতে দায়িত্ব পালন করবেন।

তাছাড়া, সিএমপির মাহমুদা বেগমকে বদলি করে শিল্পাঞ্চল পুলিশে এবং পুলিশ সদর দপ্তরের খালেদা বেগমকে বদলি করে এপিবিএনে পাঠানো হয়েছে। আরএমপির এস এম শফিকুল ইসলামকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে জিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে।

অন্যদিকে, অতিরিক্ত ডিআইজি পদে চলতি দায়িত্বে যেসব কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, তাদের মধ্যে আছেন পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসান, যিনি একই দপ্তরে অতিরিক্ত ডিআইজি হিসেবে কাজ করবেন। পাকশি রেলওয়ে পুলিশের মো. শাহাব উদ্দীন রাজশাহী রেঞ্জে এবং পিবিআইয়ের পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম রংপুর রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব নিচ্ছেন।

এছাড়া, ডিএমপির উপ-কমিশনার আ স ম শামসুর রহমান ভুঁঞা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হয়েছেন। এসবি, নৌ পুলিশ, পিবিআই ও ট্যুরিস্ট পুলিশে কর্মরত আরও কয়েকজন কর্মকর্তাকেও বিভিন্ন ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এই রদবদলকে কেন্দ্র করে পুলিশের বিভিন্ন ইউনিটে নেতৃত্বে পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button