Bangladesh - BanglaNewsSportsUK - BanglaWorld - Bangla

সৌদি আরবের বিশাল অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনিসিয়ুস ও রদ্রিগো!

বিশ্ব ফুটবলে যখন অর্থের ছড়াছড়ি, তখন এক দিকেই দৌড়াচ্ছেন রিয়াল মাদ্রিদের দুই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোস। সৌদি প্রো লিগের আকর্ষণীয় প্রস্তাব উপেক্ষা করে তাঁরা রিয়ালের গৌরবের পথেই হাঁটতে চান।

অর্থ নয়, সম্মানের পথে ভিনিসিয়ুস

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছিল, সৌদি ক্লাবগুলো ভিনিসিয়ুসকে পাঁচ বছরের জন্য দলে নিতে মরিয়া। মৌসুমপ্রতি ২০ কোটি ইউরো পারিশ্রমিকসহ মোট ১৩০ কোটি ইউরোর (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৪৪৮ কোটি টাকা) প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। এতে দলবদলের জন্য নির্ধারিত ছিল ৩০ কোটি ইউরো, আর বাকি ১০০ কোটি ইউরো থাকত বেতনের জন্য।

তবে এই বিশাল অঙ্কের লোভনীয় প্রস্তাব নাকচ করে দিয়েছেন ভিনিসিয়ুস। সম্প্রতি রিয়ালের হয়ে শততম গোল করার পর ক্লাবের টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন তাঁর অবস্থান, ‘১০০ গোল করে ক্লাবের ইতিহাসের অংশ হতে পারাটা আমার ও আমার পরিবারের জন্য দারুণ গর্বের। আমি আরও অনেক বছর রিয়ালে থাকতে চাই।’

রদ্রিগোকেও টানতে পারেনি সৌদি আরব

ভিনিসিয়ুসের পর এবার রদ্রিগোর দিকেও নজর দিয়েছে সৌদি আরবের অন্যতম শক্তিশালী ক্লাব আল হিলাল। স্প্যানিশ টিভি এল চিরিনগুইতো জানিয়েছে, তাঁকে বছরে ১৪ কোটি ইউরো পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা পাঁচ মৌসুমে দাঁড়াত ৪৪ কোটি ইউরোতে। দলবদলের জন্য আল হিলাল রিয়ালকে দিতে চেয়েছিল ৩০ কোটি ইউরো, সব মিলিয়ে প্রস্তাবের অঙ্ক ছিল প্রায় ৩ হাজার ৭৯৫ কোটি টাকা।

কিন্তু রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা ও ভবিষ্যতের পরিকল্পনার কারণে রদ্রিগো এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রদ্রিগো রিয়াল ছাড়তে রাজি নন।

রিয়ালেই সুখ খুঁজে পাচ্ছেন ব্রাজিলিয়ান তারকারা

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ‘খেলোয়াড়দের সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি বুঝি, এখানে যারা আছে, তারা সবাই সুখী এবং রিয়ালের হয়ে ট্রফি জিততে চায়।’

ভিনিসিয়ুস ও রদ্রিগোর সৌদি আরবের বিশাল প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্ত বুঝিয়ে দিল, অর্থ নয়, গৌরবই তাঁদের কাছে বেশি মূল্যবান। রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়ার স্বপ্নই তাঁদের এগিয়ে নিয়ে যাচ্ছে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button