রোনালদোর নতুন চুক্তি: মিনিটে ৪৩ হাজার টাকা আয় ও আল নাসরের মালিকানা

ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে আরও একটি মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, সৌদি ক্লাবটির অবিশ্বাস্য প্রস্তাবে সম্মত হয়েছেন এই পর্তুগিজ মহাতারকা।

এই নতুন চুক্তি শুধু বিশাল অঙ্কের অর্থ উপার্জনের সুযোগই নয়, ক্লাবটির আংশিক মালিকানা পাওয়ার বিরল সুযোগও এনে দিয়েছে রোনালদোকে। মালিকপক্ষ তাঁর নিবেদন ও পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ক্লাবটির ৫ শতাংশ মালিকানা হস্তান্তর করতে সম্মত হয়েছে।
চুক্তি অনুযায়ী, রোনালদো এক মৌসুমে আয় করবেন ১৮ কোটি ৩০ লাখ ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় ২২৯৫ কোটি। মাসিক হিসেবে এটি প্রায় ১৯১ কোটি টাকা। প্রতিদিনের হিসাবে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা, ঘণ্টায় ২৬ লাখ টাকা, মিনিটে ৪৩ হাজার টাকা এবং সেকেন্ডে ৭১৬ টাকার আয় করবেন রোনালদো।
তবে এখানেই শেষ নয়, রোনালদোর দেওয়া বিশেষ শর্তও মেনে নিয়েছে আল নাসর। দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তাঁর প্রস্তাব অনুযায়ী কয়েকজন নির্দিষ্ট খেলোয়াড়কে দলে ভেড়ানোর উদ্যোগ নিয়েছে ক্লাবটি। ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর নাম বিশেষভাবে উল্লেখ করেছে মার্কা। বর্তমানে কাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন।
এই চুক্তি ইতোমধ্যে ফুটবল দুনিয়ায় সাড়া ফেলেছে এবং অনেকে একে ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন। রোনালদোর নতুন এই যাত্রা আল নাসরের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে বলে ধারণা করা হচ্ছে।