বাংলাদেশ সফরের ব্যাপারে আশাবাদী দক্ষিণ আফ্রিকা
আসন্ন অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের। তবে সাম্প্রতিক অস্থিরতায় বাংলাদেশ সফর করার ব্যাপারে কিছুটা শঙ্কা রয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) মধ্যে। এ ব্যাপারে সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) সাথে আলোচনা চালাচ্ছে সিএসএ।
এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রামস) অনুযায়ী, ২১ অক্টোবর থেকে বাংলাদেশের মাটিতে শুরু হওয়ার কথা বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ। তবে দক্ষিণ আফ্রিকা বর্তমান পরিস্থিতির মাঝে বাংলাদেশ সফরে আসবে কিনা তা নির্ভর করছে বাংলাদেশের নিরাপত্তা রিপোর্ট হাতে পাওয়ার পর, যা চলতি সপ্তাহের শেষের দিকে হাতে পাবে সিএসএ।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো সিএসএ এর সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল আছে বলে আশ্বস্ত আছে সিএসএ। ফলে সফরের ব্যাপারে এখনও পর্যন্ত আশাবাদী রয়েছে তারা। যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা নেওয়া হবে সামষ্ঠিকভাবে। ফলে ক্রিকেটারদের ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাওয়ার সুযোগ সিএসএ দিচ্ছে না।
গত ২ মাস কিছুটা অস্থিরতা চলেছে বাংলাদেশে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে দেশজুড়ে চলেছে আন্দোলন। গত ৫ আগস্ট সফল হয়েছে ছাত্র-জনতার আন্দোলন। ১ দফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগপত্র জমা দিয়ে ভারতে পালিয়ে যান তিনি। শান্তিতে নোবেলবিজয়ী ড. মুহম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারই বর্তমানে চালাচ্ছে দেশের কার্যক্রম।
সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরিবর্তন এসেছে। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। এমন অস্থির পরিস্থিতিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি।
তবে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের বাংলাদেশ সফরের ব্যাপারে এখনও সবকিছু ইতিবাচক রয়েছে। চলতি সপ্তাহের মধ্যে নিরাপত্তাবিষয়ক রিপোর্ট হাতে পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিএসএ।