বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে শিক্ষার্থীদের নীরব প্রতিবাদে প্রতিবাদের বার্তা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিরসনের দাবিতে এক ব্যতিক্রমী নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
প্রতিবাদে শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল—
🔹 ‘দিনে রাতে হোঁচট খাই, ইটের রাস্তা ঢালাই চাই’
🔹 ‘মেডিকেলের মান উন্নয়ন চাই, প্যারাসিটামলে সমাধান নয়’
🔹 ‘লেজুড়বৃত্তির রাজনীতি ছাড়ো, শিক্ষার পথ আলোকিত করো’
🔹 ‘আঁধার নয় আলো হোক, ক্যাম্পাসজুড়ে আলো জ্বলুক’
🔹 ‘মানসিক স্বাস্থ্যে নয় ছাড়, সাইকিয়াট্রিস্ট চাই এবার’
🔹 ‘বৈষম্যের বিরুদ্ধে, কলম হোক পরিবর্তনের হাতিয়ার’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. রিপন বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৪ বছর পার হলেও নানা সমস্যার সমাধান হয়নি। শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা, ক্যাম্পাসের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সমস্যা আমাদের প্রতিনিয়ত ভোগাচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে নীরব প্রতিবাদের মাধ্যমে আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। আশা করি, প্রশাসন ও সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে।”
শিক্ষার্থীদের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম রহমান। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকটসহ বিভিন্ন সমস্যা প্রশাসনের সদিচ্ছার অভাবে এখনো অমীমাংসিত। শিক্ষার্থীদের এ প্রতিবাদ প্রশাসনের টনক নড়াতে সহায়ক হবে বলে মনে করি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা আশা করছেন, তাঁদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।