তিতুমীর কলেজ শিক্ষার্থীদের টানা অবরোধের ঘোষণা সোমবার

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ব্যারিকেড কর্মসূচি পালন করবেন। রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টায় কলেজের মূল ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
এর আগে, রোববার সন্ধ্যায় প্রায় ২ ঘণ্টার অবরোধ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে সরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে তারা ঘোষণা দেন যে তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন থাকবে।
তিতুমীর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে শিক্ষার্থীরা টানা পাঁচ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তারা কলেজে সাংবাদিকতা ও আইন বিভাগ চালুর দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই দুটি বিভাগ খুলে অনার্স কোর্স চালু করতে হবে।
শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে কলেজের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।