Bangladesh - BanglaNewsSports

তামিম এখন শঙ্কামুক্ত, নেওয়া হবে ঢাকায়

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এখন শঙ্কামুক্ত। খেলার মাঠে হার্ট অ্যাটাক করার পর চরম সংকটাপন্ন অবস্থায় ছিলেন তিনি। তবে গতকাল জরুরি ভিত্তিতে হার্টে স্টেন্ট বসানোর পর তার অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তামিম এখন সুস্থ আছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন এবং স্বজনদের সঙ্গে কথা বলছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সাভারের ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান সংবাদ সম্মেলনে বলেন,
“তামিম ক্রিটিক্যাল পিরিয়ড পার করেছেন। এখন তিনি সুস্থ আছেন, খাওয়া-দাওয়া করছেন এবং সবার সঙ্গে কথা বলছেন। আমরা শিগগিরই তাকে ছেড়ে দিতে পারব।”

চিকিৎসকেরা জানিয়েছেন, দুপুরে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আজ সন্ধ্যা বা রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হবে। তবে আপাতত মাঠে ফেরা হচ্ছে না। পরবর্তী তিন মাস তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

গতকাল সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএলের ম্যাচ চলাকালে তামিম হঠাৎ বুকের প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও কিছুক্ষণ পর অবস্থার অবনতি ঘটে। এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার চেষ্টা করলেও পথেই আরও অসুস্থ হয়ে পড়েন তিনি এবং একপর্যায়ে অচেতন হয়ে যান। এরপর দ্রুত তাকে সাভারের কেপিজে হাসপাতালে নেওয়া হয়, সিপিআর দেওয়া হয় এবং এনজিওগ্রাম করে ব্লক ধরা পড়লে স্টেন্ট বসানো হয়।

এই ঘটনায় সকাল থেকে বিকেল পর্যন্ত সারা দেশের ক্রিকেটপ্রেমীরা তামিমকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তবে দ্রুত চিকিৎসা এবং পরিবারের সময়োচিত সিদ্ধান্তে তিনি এখন শঙ্কামুক্ত। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা, খাবার গ্রহণ ও ধীরে ধীরে হাঁটাচলা শুরু করেছেন তিনি।

হার্ট অ্যাটাকের মতো ভয়ংকর পরিস্থিতি থেকে ফিরে আসা তামিমের দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্ত, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা। সবাই চাইছেন, দেশের এই ক্রিকেট তারকা যেন দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button