ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অনিবার্য কারণবশত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো।”
রোববার (২৬ জানুয়ারি) রাত ১১টার পর রাজধানীর নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেয়। অন্যদিকে, সাত কলেজের শিক্ষার্থীরা ইডেন কলেজের ছাত্রীদের সঙ্গে নিয়ে নিউমার্কেটের সামনের সড়কে অবস্থান করে।
সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার অভিযোগ ওঠে। সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঝখানে অবস্থান নেয় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে, যা এ সংঘর্ষের রূপ নেয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।