ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বাধ্যতামূলক ছাত্রলীগের সঙ্গে থাকতে হয়েছে: সারজিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকতে হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘কনসার্ট ফর ইয়ুথ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গতকাল শনিবার রাতে পঞ্চগড় স্টেডিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সারজিস আলম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আমাদের বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে হতো। কিন্তু সুযোগ পেলেই আমরা সেই শৃঙ্খল ভেঙে বুক চিতিয়ে প্রতিবাদে নেমেছি। ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত, আমার সহযোদ্ধারা হলের ছাত্রলীগ নেতাদের চোখে চোখ রেখে ‘না’ বলে শাহবাগের আন্দোলনে যোগ দিত।”
সরকার ও গুজব রাজনীতির বিষয়ে তিনি বলেন, “যারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা এখন কাঁটাতারের ওপার থেকে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। তাদের মতো ব্যক্তিদের আর এই দেশে জায়গা দেওয়া হবে না। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা আমরা সফল হতে দেব না।”
পঞ্চগড়ের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সারজিস আশাবাদী। তিনি বলেন, “আমাদের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে একটি নতুন লড়াইয়ে নামতে হবে, যেখানে ব্যক্তি বা দলীয় স্বার্থ থাকবে না, থাকবে পঞ্চগড়ের জনগণের স্বার্থ। যদি আমরা এই লড়াই সফল করতে পারি, তবে পঞ্চগড় আর পিছিয়ে পড়া জেলা নয়, এটি হবে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল।”