Bangladesh - BanglaNews

ঢাকার ১৯ খাল পুনরুদ্ধারে বড় উদ্যোগ : রিজওয়ানা

চলতি বছর ঢাকার ১৯টি খাল দখল ও দূষণমুক্ত করার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। খালগুলোতে মাছ ছাড়ার পাশাপাশি সবুজ বনায়নের মাধ্যমে প্রাণ ফিরিয়ে আনা হবে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বাউনিয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ছয়টি খাল দখল ও দূষণমুক্ত করে খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি এই বর্ষার আগে অন্তত ছয়টি খাল দখল ও দূষণমুক্ত করতে পারব এবং দ্রুতই আরও চারটি খালের কাজ শুরু হবে। এ বছরের মধ্যেই ১৯টি খালের দখল ও দূষণমুক্তকরণের কাজ সম্পন্ন হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে খালের পাড়ে সবুজায়ন করা এবং খালের পানিতে মাছ চাষের ব্যবস্থা করা। পাশাপাশি, খালের কিছু অবৈধ দখল উচ্ছেদ করতে হবে, যা নিয়ে কিছু বাধা আসতে পারে। তবে সম্মিলিতভাবে আমরা সেই বাধা মোকাবিলা করব এবং খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, স্থানীয় সরকার সচিব মো. নিজাম উদ্দিন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান।

বিশেষজ্ঞরা মনে করছেন, ঢাকার জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় খাল পুনরুদ্ধারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button