জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শূন্যরেখা থেকে মাত্র ২০ গজ ভেতরে এই নির্মাণকাজ শুরু করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেয়। পরে বিএসএফ তাদের কাজ স্থগিত করে।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার ধরঞ্জি ইউনিয়নের ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৫ সাব-পিলারের মধ্যবর্তী এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করে। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, শূন্যরেখা থেকে অন্তত ১৫০ গজ দূরে কাঁটাতারের বেড়া নির্মাণ করার নিয়ম রয়েছে। কিন্তু এই নিয়ম উপেক্ষা করে বিএসএফ মাত্র ২০ গজ ভেতরে নির্মাণকাজ শুরু করে।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে বিজিবির হাটখোলা বিওপির সদস্যরা সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে গিয়ে বিএসএফের কাজ বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে আজ বেলা ৩টায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক ডাকা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন জানান, “ঘন কুয়াশার মধ্যে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল। আমরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত বিজিবি ক্যাম্পে খবর দিই। এরপর বিজিবি গিয়ে কাজ বন্ধ করে দেয়।”জিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহ জাহান বলেন, “বিএসএফ শূন্যরেখা থেকে মাত্র ২০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল। আমরা তাদের কাজ বন্ধ করার নির্দেশ দিলে তারা কাজ স্থগিত করে।”
জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, “বিএসএফ বর্তমানে কাজ বন্ধ রেখেছে। পতাকা বৈঠকের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এই ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যে উত্তেজনার কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।