আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ। সোমবার (২৭ জানুয়ারি) রাতে ধর্মপ্রাণ মুসলমানরা এই মহিমান্বিত রাত উদযাপন করবেন। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় মসজিদে-মসজিদে, ঘরে কিংবা ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকবেন তাঁরা।
শবে মেরাজ মুসলমানদের কাছে এক বিশেষ তাৎপর্যপূর্ণ রাত। এ রাতেই মহানবী হজরত মোহাম্মদ (সা.) আরশে আজিমে আল্লাহর সান্নিধ্যে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে আসেন। ফলে এই রাত সালাতের গুরুত্ব ও তাৎপর্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বছর বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায় গত ১ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায়। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য নিশ্চিত করা হয়। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা সংস্থার তথ্য বিশ্লেষণ করে জানানো হয় যে ১৪৪৬ হিজরি সনের রজব মাস শুরু হয়েছে ২ জানুয়ারি থেকে।
ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতটি বিভিন্নভাবে পালন করেন। কেউ মসজিদে বিশেষ ইবাদতের আয়োজন করেন, কেউ নিজ ঘরে রাতভর আল্লাহর কাছে প্রার্থনায় সময় কাটান। শবে মেরাজের শিক্ষা অনুযায়ী, মুসলমানদের জীবনে সালাতের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আল্লাহর প্রতি বিনয় ও আনুগত্য প্রকাশে বিশেষ তাগিদ দেওয়া হয়।
পবিত্র শবে মেরাজ আমাদের আত্মশুদ্ধি, ত্যাগ ও নিবেদন শেখার শিক্ষা দেয়। এই পবিত্র রাতে মুসলিম উম্মাহর জন্য শান্তি, সমৃদ্ধি ও ক্ষমার প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।