অবস্থা যেমনই হোক, নামাজ ছাড়বেন না : মিশা সওদাগর

ঢালিউডের খ্যাতিমান খল-অভিনেতা মিশা সওদাগর নিজের শারীরিক অসুস্থতার মাঝেও নামাজের গুরুত্ব তুলে ধরলেন। পায়ের লিগামেন্টে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন
“সুস্থ বা অসুস্থ, যে অবস্থায়ই থাকুন না কেন, নামাজ কায়েম করতেই হবে।”
সম্প্রতি একটি ভিডিও ঘিরে গুজব রটে যে তিনি গণপিটুনির শিকার হয়েছেন। বিষয়টি মিথ্যা দাবি করে মিশা জানান, ভিডিওটি বিভ্রান্তিকর, সত্য হলো তিনি মবের ধাক্কায় পড়ে গিয়েছিলেন, তাতে চোট পেয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন। এখন তিনি সুস্থতার পথে।
ধর্মচর্চায় বরাবরই অগ্রগামী মিশা সওদাগরের এই বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। অনেকে মন্তব্যে লেখেন আপনার মতো তারকাদের কাছ থেকে এমন বার্তা আমাদের অনুপ্রেরণা দেয়।
উল্লেখ্য, ২০১৬ সালে ‘মিসড কল’ সিনেমার শুটিংয়ের সময়ও একই পায়ে চোট পেয়েছিলেন তিনি।