হঠাৎ অসুস্থ তামিম, স্থগিত বিসিবির সভা

আজ (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)-এ মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল।
বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী হাসপাতাল সূত্রের বরাতে জানান, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, তামিমকে সোমবার সকাল ১১টা ৫২ মিনিটে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।
বিকেএসপির পাবলিক রিলেশন অফিসার মো. আশরাফুজ্জামান জানান, “তামিম ইকবাল বর্তমানে কেপিজে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।”
তিনি আরও বলেন, “আজ সকালে মোহামেডান এবং শাইনপুকুরের খেলা ছিল। টস করার পর তামিম অসুস্থ বোধ করেন। কিছু সময় পর নিজেই কেপিজে হাসপাতালে চলে আসেন। তবে কিছুটা সুস্থ বোধ করার পর তিনি এভারকেয়ার হাসপাতালে যেতে চান। পরে আবার বিকেএসপিতে ফিরে আসেন, তবে পরিস্থিতি আরও খারাপ হলে তাকে পুনরায় কেপিজেতে নিয়ে আসা হয়।”
বিকেএসপি সূত্র জানায়, তামিমের পরিবারের সদস্যরা ইতোমধ্যে হাসপাতালে উপস্থিত হয়েছেন।
এদিকে, তামিমের অসুস্থতার কারণে বিসিবির বোর্ড সভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় ১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে তামিমের অবস্থা শঙ্কাজনক হওয়ায় সভাটি স্থগিত করা হয়। বিসিবির পরিচালক ও কর্মকর্তারা তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।