সিলেটে টানা বৃষ্টি, মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ-জিম্বাবুয়ে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় দিনের খেলা এখনও শুরু হয়নি টানা বৃষ্টির কারণে। রাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিপাত এখনো থামেনি, সকালে চলছে হালকা ঝিরঝিরে বৃষ্টি। ফলে নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু না হয়ে, মাঠেই আসে দুই দল সকাল ১০টার দিকে।
স্টেডিয়ামের পিচ কভারে ঢাকা থাকলেও পুরো মাঠে কভার দেওয়া হয়নি। তবে এখানকার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হওয়ায় মাঠ দ্রুত খেলার উপযোগী হতে পারে, যদি বৃষ্টি থামে।
এদিকে, খেলার পরিস্থিতি বাংলাদেশ দলের জন্য বেশ উদ্বেগজনক। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ৮২ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে এখনো ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। যদিও দ্বিতীয় ইনিংসের শুরুটা একেবারে খারাপ হয়নি, কিন্তু আগের দিনের শেষ দেড় সেশনে ৮ উইকেট হারানোর মতো ভেঙে পড়ার প্রবণতা ভাবিয়ে তুলছে দলকে।