Bangladesh - BanglaNews
বরিশালে গ্রিনলাইন বাসে অগ্নিকাণ্ড

বরিশালের গৌরনদীতে চলন্ত গ্রিনলাইন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদীর বামরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ঢাকা থেকে বরিশালগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক দ্রুত বাস থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।