গণঅভ্যুত্থানের সফলতা নস্যাৎ করার চক্রান্ত চলছে: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানিয়েছেন, গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা। এসব ষড়যন্ত্র রুখতে সবাইকে ইস্পাত কঠিন ঐক্যে আবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশ বর্তমানে এক সংকটপূর্ণ সময় পার করছে। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, এখন প্রয়োজন রাষ্ট্রের মৌলিক সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করলেও তিনি সবসময় জনগণের পাশে রয়েছেন।
গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে খালেদা জিয়া বলেন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
দেশ ও জাতির স্বার্থে সংকীর্ণতা পরিহার করে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, প্রাপ্ত অর্জন রক্ষায় সব ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।