আইনজীবীদের বিক্ষোভে সাইবার ট্রাইব্যুনালে বিচারকাজ স্থগিত

ঢাকার সাইবার ট্রাইব্যুনালে সাধারণ আইনজীবীদের বিক্ষোভের মুখে বিচারকাজ কার্যত বন্ধ রয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের বিরুদ্ধে আইনজীবীরা আন্দোলনে নামলে এজলাসে বিচার কাজ স্থগিত হয়ে যায়।
সকাল সাড়ে ১০টা থেকে ট্রাইব্যুনালের এজলাসের ভেতরে ও বাইরে আইনজীবীদের প্রতিবাদ চলতে থাকে। এতে বিচার কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। জানা গেছে, বিচারক নূরে আলম পরিস্থিতি বিবেচনায় এজলাসে না উঠে খাস কামরায় অবস্থান করছেন।
আইনজীবীরা দাবি করছেন, বিচারকের একপেশে আচরণের কারণে তারা ক্ষুব্ধ হয়েছেন এবং তার অপসারণ চান। তাদের অভিযোগ, গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে বিচারাধীন একটি মামলার আসামিকে জামিন না দেওয়াকে কেন্দ্র করে এই অসন্তোষের সূত্রপাত।
এ বিষয়ে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. মিরাজ উদ্দিন শিকদার বলেন, “বিচারকের অপসারণের দাবিতে আইনজীবীদের আন্দোলনের কারণে বিচারক এজলাসে উঠেননি, যাতে কোনো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি না হয়।”
একজন আন্দোলনরত আইনজীবী জানান, “বিচারকের আচরণে সাধারণ আইনজীবীরা ক্ষুব্ধ। তার অপসারণের দাবিতে এই আন্দোলন করা হচ্ছে। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি সম্পর্কে অবগত এবং তাদের সম্মতি নিয়েই সাইবার ট্রাইব্যুনাল বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইনজীবীদের বিক্ষোভের ফলে বর্তমানে সাইবার ট্রাইব্যুনালের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। ট্রাইব্যুনালের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিচারকাজ পরিচালনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।