বিশ্ব ইজতেমার প্রথম দিনেই তিন মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমার প্রথম দিনেই তিন মুসল্লির মৃত্যু হয়েছে। টঙ্গীর তুরাগতীরে আয়োজিত এই বৃহৎ ধর্মীয় জমায়েতে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল পর্যন্ত তাদের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মারা যাওয়া মুসল্লিরা হলেন—খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের আব্দুল কুদ্দুস গাজী (৬০), ঠাকুরগাঁও জেলার আমিরুল ইসলাম (৪৬) এবং শেরপুর জেলার শ্রীবরদী থানার রানী শিমুল গ্রামের সাবেদ আলী (৭০)।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আব্দুল কুদ্দুস গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে স্থাপিত সিভিল সার্জনের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য পরিদর্শক বেলায়েত হোসেন বাকি দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লি সমবেত হয়েছেন। ধর্মীয় এই মহাসম্মেলন ইতোমধ্যেই আধ্যাত্মিক পরিবেশে শুরু হয়েছে, তবে মুসল্লিদের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।