হালদি অনুষ্ঠানে নাচতে নাচতে হৃদরোগে মৃত্যু, স্তব্ধ আনন্দমুখর পরিবেশ

ভারতের মধ্যপ্রদেশে এক বিয়ের হলদি অনুষ্ঠানে আনন্দঘন মুহূর্ত হঠাৎই শোকের ছায়ায় পরিণত হয়। বিদিশা জেলার একটি রিসোর্টে চাচাতো বোনের হলদি অনুষ্ঠানে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ বছর বয়সী পরিনিতা জৈনের।অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক অতিথি তরুণীর নাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। উচ্ছ্বাস আর আনন্দের মাঝেই মঞ্চে ওঠেন পরিনিতা। বলিউডের জনপ্রিয় গান ‘লেহরা কে বলখা কে’ তালে নৃত্য পরিবেশন করছিলেন তিনি। কিন্তু নাচের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় অতিথিরা হতবাক হয়ে পড়েন। দ্রুত চিকিৎসক ডাকা হলেও পরিনিতাকে বাঁচানো সম্ভব হয়নি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এই হৃদয়বিদারক ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় পরিনিতা প্রাণবন্তভাবে নাচছেন, এরপর আচমকা মঞ্চে পড়ে যাচ্ছেন।
উচ্ছ্বাস, হাসি আর আনন্দে ভরা এক অনুষ্ঠানে এমন মর্মান্তিক পরিণতি সত্যিই বেদনাদায়ক। পরিনিতার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।