Bangladesh - BanglaNews
সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রুইলুই পাড়ায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এতে মনটানা রেস্তোরাঁসহ আশপাশের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন জানান, আগুন অবকাশ রিসোর্টের পাশ থেকে শুরু হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০টির মতো রিসোর্ট পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।