বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম মারা যাওয়ার তথ্যটি গুজব

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে যে, এ তথ্য পুরোপুরি গুজব এবং বিভ্রান্তিকর।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, আসলে বাগেরহাটের মো. তাকরিম শেখ নামের এক হাফেজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তবে বিভ্রান্তিকরভাবে তার মৃত্যুর সংবাদে হাফেজ সালেহ আহমেদ তাকরিমের ছবি ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।

বিশ্বজয়ী এই কুরআনের হাফেজ সুস্থ ও ভালো আছেন। তার শিক্ষক মুর্তজা হাসান ফয়েজি মাসুম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে,
“এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। শুধুমাত্র নামের মিল থাকার কারণে বারবার এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”
গণমাধ্যমেও হাফেজ তাকরিমের মৃত্যুর খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। তাই বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম মারা গেছেন—এমন কোনো তথ্য সম্পূর্ণ মিথ্যা, গুজব এবং বিভ্রান্তিকর।
✅ সত্য জানুন, গুজব থেকে দূরে থাকুন।