বিয়ে করলেন সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের বিবাহ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তবে নববধূর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে একটি ছবিসহ লিখেছেন, “নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।”
বিয়ের অনুষ্ঠানে সারজিস আলমের সঙ্গে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তথ্য উপদেষ্টা নাহিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
প্রসঙ্গত, সারজিস আলম ১৯৯৮ সালের ২ জুলাই পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন। তিনি বিএএফ শাহীন কলেজ, ঢাকা থেকে এইচএসসি সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন। এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন এবং বিতার্কিক হিসেবে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।