Bangladesh - BanglaHajj & UmrahNewsReligion

বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু, জেদ্দার উদ্দেশে প্রথম ফ্লাইট

চলতি বছরের হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট।

সোমবার (২৮ এপ্রিল) দিনগত রাত ২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৯৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়।

এর আগে সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌদি আরবে অবস্থানকালে আইন মেনে চলার আহ্বান জানান, যেন কেউ এমন কোনো আচরণ না করেন যা বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে।

জানা গেছে, প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে প্রায় ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে ৮টি ফ্লাইট যাবে জেদ্দায়, আর ২টি ফ্লাইটের গন্তব্য মদিনা।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজে অংশ নেবেন। এর মধ্যে ৫,২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়, বাকি ৮১,৯০০ জন বেসরকারিভাবে।

হজ ফ্লাইট কার্যক্রম চলবে ৩১ মে পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button