পবিত্র রমজানে ১০২ দেশে ৭০০ টন খেজুর উপহার দিচ্ছে সৌদি আরব

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের ১০২টি দেশে ৭০০ টন খেজুর উপহার পাঠাচ্ছে সৌদি আরব। পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমানের পক্ষ থেকে এ উদ্যোগ বাস্তবায়ন করছে দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে, এই উপহার কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত সৌদি দূতাবাসের মাধ্যমে খেজুর বিতরণ করা হবে। গত বছরের তুলনায় এবার ২০০ টন বেশি খেজুর পাঠানো হচ্ছে, যা সৌদি আরবের ইসলামী সংহতি ও উদারতার প্রতীক।
ইসলামিক বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ এ উদ্যোগের জন্য সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি মুসলিম দেশগুলোতে ইসলামী মূল্যবোধ সংরক্ষণ, চরমপন্থা প্রতিরোধ এবং উগ্রবাদ মোকাবিলায় সৌদি আরবের অব্যাহত সমর্থনের কথাও তুলে ধরেন।
পবিত্র রমজান শুরুর আগেই খেজুরগুলো জাহাজযোগে নির্ধারিত দেশগুলোতে পাঠানো হয়েছে, যাতে উপহারগুলো সময়মতো গন্তব্যে পৌঁছে যায় এবং রোজাদারদের জন্য সহজলভ্য হয়।