ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বৃহস্পতিবার (১৫ মে) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ভুল হলে তা থেকে শিক্ষাগ্রহণ করে আমরা এগুতে চাই।”
তিনি জানান, জবি শিক্ষার্থীদের আবাসন সংকটসহ দাবিগুলো বিচার করবে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়, সঙ্গে থাকবে ইউজিসি। তবে আন্দোলনের গুরুত্ব বিবেচনায় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে বসেছিলেন একটি সমাধানে পৌঁছানোর জন্য।
মাহফুজ আলম বলেন, শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছিল আলোচনার জন্য, কিন্তু তারা পরদিন আন্দোলনে নেমে পড়েন। এরপর তিনি উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তিনটি টকিং পয়েন্ট নির্ধারণ করে শিক্ষার্থীদের কাছে যান।
সেখানে গিয়ে বক্তব্য রাখার সময় এক শিক্ষার্থী তার দিকে বোতল ছুড়ে মারেন। উপদেষ্টা বলেন, “আমি বিব্রত হইনি, দায়িত্ব পালনের চেষ্টা করেছি। তবে এ ধরনের অন্তর্ঘাতমূলক কাজ কার নির্দেশে হলো, তা প্রশাসন খতিয়ে দেখবে বলে আশা করি।”
তিনি আরও বলেন, ঘটনার পর হতাশ হয়ে তিনি সেখান থেকে সরে আসেন এবং নিজের হতাশা ও ক্ষোভ সহকর্মীদের সঙ্গে ভাগ করে নেন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত হুমকির প্রেক্ষিতে তিনি এ ঘটনার পেছনে বিশেষ একটি গোষ্ঠীর হাত থাকতে পারে বলে ধারণা প্রকাশ করেন।
তথ্য উপদেষ্টা বলেন, “জবির শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য, আমি তাদের দাবির প্রতি একাত্মতা জানাই। পুলিশের বাড়াবাড়ির বিষয়ে বিভাগীয় তদন্ত হবে।” তিনি আন্দোলনের মাধ্যমে আবাসন সংকটের দ্রুত সমাধানের আশা প্রকাশ করেন।
শেষে তিনি লেখেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে জবির দুই শিক্ষার্থী শহিদ হয়েছিলেন। সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখেই আমি পাশে থাকার চেষ্টা করছি। কোনো ভুল হলে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।